১৫ বছরে ঘুষ লেনদেন দেড় লাখ কোটি টাকা: টিআইবি
- By Jamini Roy --
- 03 December, 2024
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নাগরিক সেবা নিতে সাধারণ মানুষকে প্রায় ১ লাখ ৪৬ হাজার ২৫২ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকার ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়।
টিআইবির জরিপ অনুসারে, ২০২৩ সালে নাগরিক সেবা নিতে গিয়ে ১০ হাজার ৯০২ কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে। প্রতিটি পরিবার গড়ে ঘুষ দিয়েছে ৫,৬৮০ টাকা। পাসপোর্ট, ভূমি, এবং বিচারিক সেবাসহ বেশ কিছু সেবা খাতে দুর্নীতি ছিল তীব্র।
সেবাখাতে দুর্নীতির মাত্রা সবচেয়ে বেশি বরিশাল বিভাগে। জরিপে উঠে এসেছে যে, সেবা নিতে যাওয়া ৮২ শতাংশ মানুষকে ঘুষ দিতে হয়েছে। বিচারিক সেবা নিতে গড়ে প্রতিজনকে ৩০ হাজার ৯৭২ টাকা ঘুষ দিতে হয়েছে।
পাসপোর্ট সেবা ছিল সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, "দুর্নীতির বিরুদ্ধে যারা কাজ করার কথা, তারাই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। ফলে সমস্যার সমাধান হচ্ছে না।" পুলিশও উচ্চপর্যায়ের দুর্নীতিতে জড়িত বলে তিনি অভিযোগ করেন।
জরিপে অংশ নেওয়া ৭৭ শতাংশ মানুষ জানিয়েছেন, ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না। গ্রামের মানুষ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হন।
ড. ইফতেখারুজ্জামান দুর্নীতি রোধে সরকারি ও বেসরকারি উভয় স্তরে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন। তিনি বলেন, "যদি দুর্নীতি বন্ধ না করা যায়, তাহলে নাগরিক সেবা আরও দুর্বিষহ হয়ে উঠবে।"
দীর্ঘ ১৫ বছরে ঘুষ লেনদেনের এই বিশাল অঙ্ক দেশের সেবাখাতের দুর্নীতির গভীরতাকে প্রকাশ করে। টিআইবির এই প্রতিবেদন সরকারের পাশাপাশি জনগণের মধ্যেও দৃষ্টি আকর্ষণ করেছে। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি চাপ বাড়ছে।